রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঘুর্ণয়মান বৈদ্যুতিক ফ্যানের আঘাতে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম সেলিনা আক্তার (৯)। সে শ্যামনগর উপজেলার কাতখালি গ্রামের ভাটা শ্রমিক কবিরুল ইসলামের মেয়ে ও কাঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

কাতখালি গ্রামের ওমর আলী জানান, তার মেয়ে ও জামাই ময়মনসিংহ এর একটি ইটভাটায় কাজ করে। সে কারণে নাতনি সোনিয়া তার বাড়িতে থেকেই পড়াশুনা করে। বুধরার রাত ১০টার দিকে ভাত খাওয়ার পর খাটের উপর দাঁড়িয়ে সানসেটের উপওে থাকা সবেদা পাড়ছিল। এমন সময় ঘুর্ণয়মান ইলেকট্রিক ফ্রানের আঘাতে তার মাথা কেটে যায়। স্থানীয় চিকিৎসক মাথায় সেলাই দিলে তাকে বাড়িতে রাখা হয়। বৃহষ্পতিবার ভোওে তার বমি ও যন্ত্রণা শুরু হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম বলেন, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোনিয়ার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মানবিক কারণে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ০২, ২০২০)