ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : দখল হয়ে যাচ্ছে এক সময়ের ভরা যৌবনা বংশী নদী। ক্রমাগত দখল দূষনে মৃতপ্রায় এক সময়ের দুরন্ত নদী বংশী। নদীতে কালিয়াকৈর উপজেলা দিযে প্রবাহিত হয়ে সাভার হয়ে তুরাগ নদীতে মিলিত হয়েছে।  নদীটি বর্তমানে বিভিন্নভাবে  দখল হয়ে যাচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায় যে ডুবাইল এলাকায় নদী বরাবর আড়াআড়ি ভাবে বাধ দেওয়া হয়েছে, এখানে কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। এছাড়া এই নদী থেকে অবৈধভাবে কিছু মাটি দস্যু মাটি কেটে নিয়ে যাচ্ছে। এছাড়া সেওড়াতলী এলাকায় অনেকেই নদী দখল করে গড়ে তুলেছে বড় বড় অট্টালিকা। ঐতিহ্যবাহি বলিয়াদী বাজার এলাতেও সরকারি ভাবে নির্মিত একটি পাকাঘাট দখল করে গড়ে উঠেছে বহু প্রতিষ্ঠান। নদীটি এখন অস্তিত্ব সংকটেে ভুগছে। কেউ কেউ ময়লা আবর্জনা ফেলে ভাগাড়েপরিণত করেছে নদীটিকে।

এখনি উদ্যোগ না নিলে নদীতে হয়তে ইতিহাসেে পরিনত হবে। এ ব্যাপারেে কালিয়াকৈরে উপজেলা কর্মকর্তা কাজি হাফিজুল আমিনের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, তিনি এ ব্যাপারে নদী দখলমুক্ত করতে শীঘ্রই উদ্যোগ নিবেন।

(আই/এসপি/এপ্রিল ০২, ২০২০)