আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসন ও এমপি আবুল হাসানাত আবদুল্লাহর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৩০টি কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা, চক্রিবাড়ি, আস্কর, জোবাপাড় এলাকার ৩০টি কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সরকারের খাদ্য সহায়তার সাথে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ডেটল সাবান ও মাস্ক পৌঁছে দেয়া হয়েছে।

বাড়ি বাড়ি গিয়ে সরকার ও এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র খাদ্য সহায়তা পৌঁছে দিতে সহায়তা করেছেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মলিানা রানী রায়, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার।

(টিবি/এসপি/এপ্রিল ০৩, ২০২০)