খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল : মরণঘাতী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঘরবন্দি কর্মহীন শ্রমজীবিদের বাড়ী বাড়ী শুকনো খাদ্য সামগ্রী (ত্রাণ) নিয়ে নিভৃত পল্লীতে ইএসডিও’র কর্মিরা ছুটে চলছেন।

বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামানের নির্দেশে তারা গ্রাম থেকে গ্রামে ও নিভৃত পল্লীতে অবিরাম ছুটে চলছেন। হেকস ইপারের সহযোগিতায় ত্রাণ দিচ্ছেন কর্মহীন অসহায় দুঃস্থ ও গরিব শ্রেনীর অভাবগ্রস্থ অস্বচ্ছল ব্যক্তি ভ্যান চালক দিনমুজুর ও প্রতিবন্ধিদের।

এরই অংশ হিসাবে ইএসডিও’র শুকনো খাবারের মালবাহী কার্ভাড ভ্যানে করে শুক্রবার (৩ এপ্রিল)ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার পশ্চিম ভোলাপাড়া পূব ভোলাপাড়া রাঙ্গাটুঙ্গি তেঘরিয়া অনন্তপুর সিদলী সিন্দুরপরু রাউতনগর মিশনপাড়া পুলপাহার নামক নিভৃত পল্লীর শ্রমজীবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী( আধিবাসী) দলিত সম্প্রদায়ের বাশঁমালি পেশার ৪৭০ জন নারী পুরুষ কর্মহীন অভাবগ্রস্থ শ্রমজীবিকে সামাজিক দুরত্বে সারিবদ্ব ভাবে দাড় করিয়ে শুকনো খাবারের প্যাকেট (চাল ডাল তেল আলু ও লবণ) বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র কো-অর্ডিনেটর প্রবীর গুপ্ত প্রেমদীপ প্রকল্পের জেলা সম্বন্বয়কারী সিরাজুস সালেকিন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল আলম প্রমূখ।

(কেএস/এসপি/এপ্রিল ০৩, ২০২০)



বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামানের নির্দেশে তারা গ্রাম থেকে গ্রামে ও নিভৃত পল্লীতে অবিরাম ছুটে চলছেন। হেকস ইপারের সহযোগিতায় ত্রাণ দিচ্ছেন কর্মহীন অসহায় দুঃস্থ ও গরিব শ্রেনীর অভাবগ্রস্থ অস্বচ্ছল ব্যক্তি ভ্যান চালক দিনমুজুর ও প্রতিবন্ধিদের।এরই অংশ হিসাবে ইএসডিও’র শুকনো খাবারের মালবাহী কার্ভাড ভ্যানে করে শুক্রবার (৩ এপ্রিল)ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার পশ্চিম ভোলাপাড়া পূব ভোলাপাড়া রাঙ্গাটুঙ্গি তেঘরিয়া অনন্তপুর সিদলী সিন্দুরপরু রাউতনগর মিশনপাড়া পুলপাহার নামক নিভৃত পল্লীর শ্রমজীবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী( আধিবাসী) দলিত সম্প্রদায়ের বাশঁমালি পেশার ৪৭০ জন নারী পুরুষ কর্মহীন অভাবগ্রস্থ শ্রমজীবিকে সামাজিক দুরত্বে সারিবদ্ব ভাবে দাড় করিয়ে শুকনো খাবারের প্যাকেট (চাল ডাল তেল আলু ও লবণ) বিতরণ করে।এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র কো-অর্ডিনেটর প্রবীর গুপ্ত প্রেমদীপ প্রকল্পের জেলা সম্বন্বয়কারী সিরাজুস সালেকিন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল আলম প্রমূখ।