সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া  (নেত্রকোণা ) : প্রতারণার আশ্রয় নিয়ে রক্ত পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান করার অভিযোগে কেন্দুয়ায় মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এই সেন্টারকে  সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউ.এন.ও আল-ইমরান রুহুল ইসলাম শুক্রবার সন্ধ্যার আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন এবং ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেন। আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট প্রাঙ্গনে মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রক্ত পরীক্ষার সুনির্দিষ্ট ব্যক্তি না থাকার পরও প্রতারণার আশ্রয় নিয়ে এক ব্যক্তির ভুয়া রক্ত পরীক্ষার রিপোর্ট প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রক্ত পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়া ওই ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে সেন্টারটি সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

(এসবি/এসপি/এপ্রিল ০৪, ২০২০)