সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানী সরকার বিভাগের অর্থায়নে ও কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়ন চেয়ারম্যানদের মাঝে জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস, মাস্ক সহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রি বিতরণ করা হয়েছে।

গতকাল বিকালে উপজেলা পরিষদ হলরুমে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রি বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল রহমান জোয়ার্দ্দার, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফফার, রায়েদ ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আল আমীন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, শাকিল হাসান, মজিবুর রহমান ও আকরাম হোসাইন হিরন প্রমুখ।

(এসকেডি/এসপি/এপ্রিল ০৪, ২০২০)