ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে কাজ না করতে পারায় বিপদে পড়া নিম্ন আয়ের মানুষজনের হাতে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী তুলে দেন ত্রিশালের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। শুক্রবার মধ্যরাতে ত্রিশাল পৌর এলাকা ঘুরে ঘুরে রাস্তায় থাকা হতদরিদ্রদের মাঝে ও অসহায় বিভিন্ন পরিবারে এ সহায়তা প্রদান করেন। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি লবন দেয়া হয়। 

শুক্রবার মধ্য রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডে হত দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল বিতরন কালে এমপি মাদানী জানান, করোনা ভাইরাসের মহা দুর্যোগে ত্রিশালের কেউ অনাহারে থাকবেনা,কেউ না খেয়ে থাকবেনা,প্রতিটা হত দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।

এসময় ত্রিশাল পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন, মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারন সম্পাদক ইমরান হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, আইন বিষয়ক সম্পাদক এএসএম তাজাম্মুল হোসাইন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

(এম/এসপি/এপ্রিল ০৪, ২০২০)