স্টাফ রির্পোটার, ঢাকা : প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা দু’শ কোটি টাকার মানহানির মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালত।মামলার তিন বিবাদী প্রথম আলো সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মতিউর রহমান, বার্তা সম্পাদক এবং কুমিল্লার নিজস্ব প্রতিবেদককে আইনজীবীর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেন আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের। গত ৩ মার্চ ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ। প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশের কারণে মানহানি হয়েছে বলে দু’শ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন বাদী। আদালতে শুনানি করেন বাদীর আইনজীবী মো. মনিরুজ্জামান হাওলাদার। (ওএস/এএস/মার্চ ১০, ২০১৪)