স্টাফ রিপোর্টার : করােনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার আইনজীবী আবু বকর সিদ্দীকিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৪ এপ্রিল) সিআইডির সাইবার পুলিশের একটি দল অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গুজব ছড়ানো ফেসবুক আইডির মালিক আবু বকর সিদ্দীকিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আটক করে। পেশায় আইনজীবী অ্যাডভােকেট আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

পুলিশ সদর দফতর জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংক এনজিওর ছয় মাসের লােনের কিস্তি স্থগিত, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ এসব পোস্ট করেন।

এছাড়া তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। সেই সঙ্গে আরও অনেক মিথ্যা ও বানােয়াট তথ্য ছড়িয়েছেন বলে দাবি পুলিশ সদর দফতরের।

এসব গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে পুলিশ।

(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২০)