স্টাফ রিপোর্টার : আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সদস্য পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সদস্যদের প্রতি বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে।

একই সাথে বিজিএমইএর সকল সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিক ভাইবোনদের মার্চ মাসের মজুরি প্রদানেরও অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য বিজিএমইএ দফতরে ইতোমধ্যে একটি সেল খোলা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৬, ২০২০)