সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়ায় ৪শ ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা প্রদান করা হয়েছে।

কৃষি মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রনোদনার মধ্যে রয়েছে ৫ কেজি আউশ বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান সোমবার নিরাপদ দূরত্ব বজায় রেখে কৃষকদের মাঝে এ প্রনোদনা প্রদান করেন।

এসময় মোজাফরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জনসমাগত এড়ানোর জন্য ৩টি পৃথক পৃথক ভ্যানু তৈরি করে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলায় অন্যান্য স্থানে কৃষি প্রনোদনা প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান জানান, কৃষি অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরবরাহের মনিটরিং করা হচ্ছে।

এছাড়াও আউশ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার সর্বত্র মাইকিং করে প্রচার, লিপলেট বিতরণ এবং মটোফোনে ব্যক্তিগত যোগাযোগ করা হচ্ছে। কৃষক ও কৃষির উন্নতির লক্ষ্যে প্রন্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এ প্রনোদনা দেয়া হচ্ছে।

(এসবি/এসপি/এপ্রিল ০৬, ২০২০)