সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন হাট বাজারে অযথা ঘুরাফেরার জন্য দন্ড বিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন অপরাধে ২টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলা ও ২৫ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা সদর ও চিরাং বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে বিপর্যয় ঠেকাতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে এ দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

(এসবি/এসপি/এপ্রিল ০৬, ২০২০)