সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও পূর্বপাড়ায় গ্রামে ‘শ্বাসকষ্টে’ আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ওই নারীর শ্বাসকষ্ট বেড়ে গেলে পরে বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে।

তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না বলে স্বজনরা জানান। এ নিয়ে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে করোনায় ওই নারী মৃত্যু হয়েছে।

তবে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম বলেন, ওই নারীর জ্বর বা সর্দি–কাশি ছিল না। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েক বছর ধরে। তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়া ও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। কয়েক বছর আগে থেকেই ওই নারীর শ্বাসকষ্ট ছিল।

তিনি বলেন, করোনাভাইর ওই নারী আক্রান্ত হয়ে মারা যাননি। তাই নিহত নারীর দাফন সাধারণভাবেই সম্পন্ন হবে। তবে ওই নারীর স্বামীসহ পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে, নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।তবে ওই বাড়ী বা বাড়ীর আশপাশের বাড়ী গুলো লকডাউন করা হয়নি। করোনা আতংকে ওই বাড়ী লোক যাওয়া আসা বন্ধ হয়ে যায়।

(এসডি/এসপি/এপ্রিল ০৬, ২০২০)