চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঢাকা থেকে সর্দি, জ্বর ও কাশি নিয়ে নিজ গ্রাম পাবনার চাটমোহর উপজেলার বোয়ালমারীতে আসা ব্যক্তিকে করোনা উপসর্গ সন্দেহে সোমবার বিকেলে রাজশাহীতে পাঠানো হলো।

সোমবার সকালে অসুস্থ অবস্থায় রফিকুল একটি অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে নিজ গ্রাম বোয়ালমারীতে আসে। গ্রামবাসী জানতে পেরে গ্রামে ঢোকার রাস্তায় অ্যাম্বুলেন্সটি আটকে দিয়ে প্রশাসনকে জানায়।

তিনি উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। সোমবার সকালে অসুস্থ অবস্থায় রফিকুল একটি অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে নিজ গ্রাম বোয়ালমারীতে আসে। গ্রামবাসী জানতে পেরে গ্রামে ঢোকার রাস্তায় অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানসহ থানা পুলিশকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সসহ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান বলেন, সোমবার সকালে রফিকুল ইসলাম ঢাকা থেকে অসুস্থ অবস্থায় গ্রামে আসেন। তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার দেহে যদি করোনা ভাইরাস পজেটিব হয়, তবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২০)