স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুর শহরকে এক প্রকার লকডাউন করে দিয়েছে, স্থানীয় প্রশাসন।

শহরের প্রবেশদ্বার বালুয়াডাঙ্গা দোতালা মসজিদ মোড়. নিমনগর-ফুলবাড়ী বাস স্টান্ড মোড়,সরকারি কলেজ মোড় এবং পুলহাট মোড়ে আইন-শৃংখলা বাহিনী অবস্থান করছে। শহরে প্রবেশের প্রধান এই ৪টি রুট দিয়ে কেউ প্রবেশ বা বের হতে পারচ্ছেনা। কেউ প্রবেশ বা বের হতে চাইলে তাকে ফেরত পাঠানো হচ্ছে।

আজ সোমবার বেলা ১২ টা থেকে দিনাজপুর শহরে এই পরিস্থিতি বিরাজ করছে। তাই, প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বলছেন, তাহলে কী দিনাজপুর শহর লকডাউন ?

তবে, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এ বিষয়ে বলছেন, লকডাউন করা হয়নি। সতর্কতা অবলম্বন করা হয়েছে। শহরে বহিরাগত লোকজনের সমাগম ও যান বাহন প্রবেশ প্রতিহত করতে প্রশাসনের এ উদ্যোগ।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২০)