ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে ঘরের বাইরে ঘোরাঘুরি, জরুরীসেবা ও পণ্য ব্যতীত অপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা, অলিগলি বিভিন্ন স্থানে আড্ডা, বিনা প্রয়োজনে গাড়ি, মোটরবাইকে যাতায়াত করার অপরাধে ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলায় ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।

অভিযানের সময় সেনাবাহিনীর মেজর মোস্তফা জামান ও পুলিশ বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ এবং সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৬, ২০২০)