কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুরে প্রায় এক কিলোমিটার রাস্তায় ৪৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

সরকারের কোটি কোটি টাকার উন্নয়নের কাজ না করেই কিছু কুচক্রিমহল নিজেদের পকেট ভারী করছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান, উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের নূপুর স্টুডিও থেকে সুবোল বাবুর কামারের দোকান এবং সদর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের বাড়ি থেকে সর্দ্দারপাড়া মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় কোন উন্নয়ন ঘটেনি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। রাস্তা ভেঙ্গে যাওয়ায় সুপারি গাছের সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও কোন উন্নয়ন কাজ করা হয়নি। স্থানীয় কেষ্ট নামে এক ব্যক্তি জানান, এই রাস্তার ৪৫ বছরেও কোন উন্নয়ন হয়নি।

(কেকে/এইচআর/আগস্ট ১০, ২০১৪)