স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “আপনার মধ্য যদি দেশপ্রেম ও কৃষকের প্রতি ভালোবাসা থাকে তাহলে ভারতের কাছে তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাবি করেন। বিএনপির লংমার্চ কর্মসূচিতে আপনার দল নিয়ে অংশগ্রহণ করেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এ আহবান জানান।

তিস্তার পানি ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২২ এপ্রিল লংমার্চ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। একই দিনে বিকাল ৪ টায় রংপুরে সমাবেশ, ২৩ এপ্রিল সকাল ৯ টায় আবারও তিস্তা অভিমুখে যাত্রা এবং সকাল ১১ টায় ডালিয়াতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, অন্যথায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

(ওএস/এটি/ এপ্রিল ১৮, ২০১৪)