কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ৫৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।

এ সময় কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাচারকারী চক্রের দুই সদস্য আহত হন।

কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য সোনাদিয়ার মগচরে একটি পরিত্যক্ত বাড়িতে অর্ধশতাধিক যুবককে জড়ো করা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৫৬ জনকে আটক করে নিয়ে আসার পথে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারীরা। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ডের গুলিতে পাচারকারী চক্রের দুই সদস্য আহত হন। পরে আটক ৫৬ জন মালয়েশিয়াগামীকে কক্সবাজার কোস্টগার্ড স্টেশন নিয়ে আসা হয়।

একই রাতে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে দুই দালালসহ ১৫ জনকে আটক করে পুলিশ। আটকরা সিরাজগঞ্জ, যশোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গার বাসিন্দা বলে জানা গেছে।

(ওএস/এইচআর/আগস্ট ১০, ২০১৪)