রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফেনসিডিল বিক্রির প্রস্তুতিকালে দু’ মাদক ব্যবসায়িকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশ সোপর্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাটুনিয়া গ্রামের ইউনুস আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) ও কালীগঞ্জ উপজেলার বাগমারি গ্রামের সুরত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক অনুপ কুমার দাশ বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাটুনিয়া গ্রামের ইউনুছ আলীর বাড়িতে ফেনসিডিল বিক্রি হচ্ছে মর্মে খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করে। পরে সেখান থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ি শ্যামনগরের শফিকুল ইসলাম ও কালীগঞ্জের মনিরুলকে তিন বোতল ফেনিসিডিলসহ আটক করে গণধোলাই দেয়। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হুসেন জানান, এ ঘটনায় উপপরিদর্শক অনুপ কুমার দাস বাদি হয়ে শফিকুল ও মনিরুলের নাম উল্লেখ করে সোমবার রাতেই মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ০৭, ২০২০)