কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের পিছনের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, ভেড়ামারা থেকে কুষ্টিয়াগামী হিসনা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া পৌঁছালে পিছনের চাকা ফেটে যায়।

এ সময় বাসের ছাদে থাকা রনি জীবন বাঁচাতে ঝাঁপ দিলে পিছন দিক থেকে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া চাকা ফেটে যাওয়ায় প্রচন্ড ঝাঁকিতে তিন বাসযাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালী নামে আরো একজনে মৃত্যু হয়।

নিহত রনি জেলার ভেড়ামারার আলম হোসেনের ছেলে এবং শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে, ঘটনার পর ওই সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

(কেকে/এইচআর/আগস্ট ১০, ২০১৪)