সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : করোনা ভাইরাস প্রতিরোধে  হাতু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাস্ক, সাবান ও গ্লাবস বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে  জনসাধারণকে বিতরণের জন্য ৫ হাজার ৬শ মাস্ক, ১শ গ্লাবস, ও ৩ হাজার ৫শ চাকা সাবান বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, উপজেলা পরিষদের রাজস্ব ও এডিবি তহবিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন থাকার জন্য এসব সামগ্রি বিতরণ করা হয়। তিনি উপজেলার সকল শ্রেণীর পেশার মানুষকে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না আসার পরামর্শ দিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা প্রতিরোধে সবাই সচেতন হউন, নিজে বাচুন, অন্যকে বাচান এবং দেশ সেবায় আত্মনিয়োগ করে সরকারের নির্দেশ মানুন এ বিষয়ে ১টি ভিডিও ও প্রচার করেন।

(এসবি/এসপি/এপ্রিল ০৮, ২০২০)