সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : করোনা ভাইরাস নিয়ে সচেতনার জন্য দিনরাত কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার সর্বত্র মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এছাড়া পুলিশ টিম গঠন করে সরকারি নির্দেশ অমান্য করে যাতে কেউ রাস্তায় যানবাহন, গণপরিবহন চালাতে না পারে যে জন্য রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোষ্ট। বিতরণ করা হচ্ছে জনগণের মাঝে লিপলেট। গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দেয়া হচ্ছে ব্যানার। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান যতদিন করোনা ভাইরাস স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন প্রত্যেক মানুষকে সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে হবে। অপর দিকে করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষার জন্য সকাল ৯টা থেকে ৪টা পর ঔষধ ও খাবারের দোকান ছাড়া কেন্দুয়া সদরসহ উপজেলার বিভিন্ন বাজারের সব দোকানপাট বন্ধের জন্য মাইকিংয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

(এসবি/এসপি/এপ্রিল ০৮, ২০২০)