সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সরকারি নির্দেশ অমান্য করে চট্টগ্রাম থেকে কেন্দুয়ায় যাত্রী বহন করে নিয়ে আসায় সড়ক পরিবহন আইনে দুটি মামলা ও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সরকারি নির্দেশ অমান্য করায় মোট ৫টি মামলা সহ ৪৮ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা সদরে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান জনগণ সচেতন না হওয়া পর্যন্ত করোনা ভাইরাসের প্রতিরোধে এ অভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।

(এসবি/এসপি/এপ্রিল ০৮, ২০২০)