সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাসের দূর্যোগের কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজি মূল্যে কেন্দুয়া পৌর শহরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে।

সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিজন ভোক্তাকে ৫০ টাকার বিনিময়ে ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা জানান, সপ্তাহে বৃহস্পতি, রবি ও মঙ্গলবার ৩ দিন চাল বিক্রি করা হবে।

ওএমএস ডিলার হুমায়ুন কবীর জানান, চাল বিক্রির সময় ভোটার আইডিকার্ডের ফটোকপি না থাকলে কাউকে চাল দেয়া হয় না। তিনি প্রতিদিন ১ মেট্রিকটন করে ৩ দিনে ৩ মেট্রিকটন চাল বিক্রি করতে পারবেন ৬শ জন ভোক্তার কাছে। ও এম এস চাল বিক্রির তদারকি কর্মকর্তা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিকা আক্তারকে চাল বিক্রির সময় উপস্থিত থাকতে দেখা যায়।

তিনি বলেন, যথা নিয়মেই চাল বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা ১০ টাকা কেজি চাল পেয়ে তাদের মাঝে এক ধরনের স্বস্থি ফিরে এসেছে।

(এসবি/এসপি/এপ্রিল ০৯, ২০২০)