সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দুয়া পৌর এলাকার আইথর ও টেঙ্গুরী মহল্লাকে লকডাউন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এ দুটি গ্রাম লকডাউন করে দেয়। আইথর মহল্লায় জনৈক ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান এবং কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথা সহ অন্যান্য উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইথর ও টেঙ্গুরী মহল্লাকে লকডাউন করে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি একই সঙ্গে সকলকে সচেতন থাকারও পরামর্শ দেন।


(এসবি/এসপি/এপ্রিল ০৯, ২০২০)