স্টাফ রিপোর্টার : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক। তিনি একটি বিভাগের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই অধ্যাপকের শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহবুবুল হক বলেন, আমাদের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার পরে ফল পাঠানো হয় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। সেখান থেকেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০২০)