ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে করোনা ভাইরাস কে কেন্দ্র করে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ উদ্যোগে এনআইডি কার্ড দেখিয়ে দশ টাকা দরে প্রতি জনকে পাচ কেজি করে চাল বিক্রিশুরু হয়েছে ধামরাইয়ে।রথ খোলায় ট্রাকে করে খোলা বাজারে লাইন দিয়ে টিসিবির চিনি, তৈল, আটা, মুসুড়ির ডাল বিক্রি করা হচ্ছে।

এতে সাধারন মানুষের মাঝে স্বস্তি এসেছে। দশ টাকা কেজি চাল পেয়ে এই ক্রেতারা খুশি।এই কার্যক্রম অ্যাত রাখার দাবী করেন ক্রেতারা।

দশ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার মনির হোসেন বলেন ভোটার আইড কার্ড দেখিয়ে প্রতি জন পাচ কেজি করে চাল নিতে পারবে। আমরা লাইন করে ও দুরত্ব বজায় রেখে সবাইে চাল দিচ্ছি বলে জানান।
অপর দিকে

ধামরাইয়ে করোনা ভাইরাস কে কেন্দ্র করে কর্মহীন হয়ে পড়া ও সরকারের গণ শিক্ষা কার্য়ক্রমের আওতায় পরিচালিত ধামরাইয়ের একটি পৌর সভা ও ষোলটি ইউপির ৩৩ টি মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ধামরাইয়ের মাধব মন্দির প্রাঙ্গনে এই ত্রাণ বিতরন করা হয়।

(ডিসিপি/এসপি/এপ্রিল ১০, ২০২০)