নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দিনমজুর সহ বিভিন্ন শ্রেণিপেশার নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসকল অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

শুক্রবার সকালে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার ১২ টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিয়ন কমান্ডারদের হাতে তাদের নিজ নিজ ইউনিয়নের কর্মহীন মানুষদের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বাদশা, নীরেন্দ্র নাথ পোদ্দার, মজিবর রহমান ও মনিরুল ইসলাম প্রমূখ। উপজেলার কর্মহীন ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(আরএস/এসপি/এপ্রিল ১০, ২০২০)