চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে ওই পুকুর খনন করার খবর পেয়ে এসিল্যান্ড অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে পুকুর মালিক ও এক্সভেটর (ভেকু) মেশিনের ড্রাইভার পালিয়ে যায় ।

জানা গেছে, ঝাঁকড়া গ্রামে দুই ভাই গোলাজার প্রামানিক এবং ঠান্ডু প্রামানিক প্রশাসনের অনুমতি না নিয়ে বাড়ির পাশে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিল। এলাকাবাসীর অভিযোগে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে পুকুর মালিক দুই ভাই এবং ভেকু মেশিনের ড্রাইভার পালিয়ে যায়। তবে ওই গাড়ি থেকে ২টি ব্যাটারি সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার, থানার এএসআই জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২০)