স্টাফ রিপোর্টার : তোবা শ্রমিকদের জুলাই মাসের বেতন বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা দেয়া শুরু হয়েছে। রবিবার দুপুর ২টা থেকে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এ বেতন দেয়া হচ্ছে।

২টায় বেতন দেয়া শুরু হলেও সকাল ৯টা থেকেই বিজিএমই-এর সামনে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। তবে ঈদের বোনাস কয়েকদিন পরে পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিজিএমইএ নেতারা।

বিজিএমইএ সূত্রে জানা গেছে , বেতন ও ওভারটাইমসহ এক হাজার ৪৯৫ জন শ্রমিককে আজ প্রায় এক কোটি ৩০ লাখ টাকা দেওয়া হবে। এই টাকা প্রদানে তোবা গ্রুপের এমডি দেলোয়ার জমি বিক্রি করেছেন বলে জানা গেছে।

গতকাল মালিক, শ্রমিকদের এক বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকদের এ বেতন দেয়া হচ্ছে। বেতন নিতে শ্রমিকরাও স্বত:স্ফূর্তভাবে বিজিএমইএ ভবনে বেতন নেয়ার জন্য ভিড় করছে।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)