ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও করোনা (কোভিড-১৯) মহামারীর ঝুঁকিতে রয়েছে।ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকি মুক্ত রাখতে এবার গোটা জেলাকে লকডাউন করা হয়েছে।

শনিবার রাতে জেলা প্রশাসক এক গণ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে বলে জানান,জেলা প্রশাসক ডা. কেএম কামরুজ্জামান সেলিম।

উল্লেখ্য, শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুইজন ও পীরগঞ্জ উপজেলায় একজন করোনা রুগী শনাক্ত হয়।তারা সবাই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।বিকেলে ঐ দুই উপজেলা লকডাউন করা হয়।পরে শনিবার রাতে জেলা প্রশাসন ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা করেন।

(এফ/এসপি/এপ্রিল ১১, ২০২০)