রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সরকারী কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমান আদালত ২জনের জেল-জরিমানা করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ১১ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটিরহাটে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে টিসিবি'র পন্য বিক্রি শুরু করে। বিক্রয়কালে কয়েকজন যুবক সামাজিক দুরত্ব ভেঙ্গে হট্টগোল করে।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে তালুক নাককাটি গ্রামের নুর ইসলামের পুত্র হাবিবুল্লাহ্(২৭) ও তালুক কানুয়া গ্রামের নুরমোহাম্মদ এর পুত্র রাকিব হাসান(২৫)কে আটক করে। ওইদিন সন্ধ্যায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাঃ যোবায়ের হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাবিবুল্লাহ্(২৭) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং রাকিব হাসান(২৫)কে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। বিষয়টি রাজারহাট থানার অফিসার কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।#(ছবি সংযুক্ত)

(পিএম/এসপি/এপ্রিল ১২, ২০২০)