টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ৪ দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি হামলাকারীরা।

গত ৮ এপ্রিল সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের লতিফের বাড়ীতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মজনু ও তার লোকজনেরা।

এতে ঘটনাস্থলে নাজমা (৪৫), সাকেরা (৬০) ও এরশাদ (২২) গুরুতর আহত হন। এদের মধ্যে নাজমাকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাতপাতালে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরদিকে প্রতিপক্ষ রেজাউল করিম (২৫), মজনু (৩২), সুমন (২০), খসরু (২২), মানিক (৩০), সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করেও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে নাজমার স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মগড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে লতিফের স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

(আরকেপি/এসপি/এপ্রিল ১২, ২০২০)