কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান মহাজোট সরকার জনগনের সামনে থাকতে চাই। তাই  এই গণসংলাপের আয়োজন।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ‘‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’’ শিরোনামে কুষ্টিয়ায় গণসংলাপ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নানামুখী প্রশ্নের জবাব দেন সরকারের পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঘন্টাব্যাপী চলা এই গণসংলাপে বিভিন্ন প্রশ্নের উত্ত্বরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গত বিএনপি সরকার আমলে দেশ অন্ধকারে ছিল, আর বর্তমান ও গেল সরকারের অধীনে দেশ এখন আলোর বন্যায় ভাসছে। এসময় জেলার গুরুত্বপূর্ণ কিছু জনদাবির উত্তরে তিনি কুষ্টিয়ার বেহাল দশা সড়কের উন্নয়ন ও দ্রুত গ্যাস লাইন দেওয়ার আশ্বাস দেন।

তথ্যমন্ত্রী মহান যুদ্ধের সময় যেমন পাকিস্তানিদের বর্জন করেছিল মানুষ ঠিক সেই ভাবেই এখন দেশের মানুষকে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদি সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের আহবান জানান।

এই সময় গণসংলাপে বক্তব্য রাখেন- বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এবং পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ।

(কেএইচ/এটি/ এপ্রিল ১৮, ২০১৪)