মানিক সরকার মানিক, রংপুর : গাছের পাতা ঝড়া আর ধুলোবালিতে আচ্ছন্ন রুক্ষ প্রকৃতি রংপুরে বৈশাখের শুরুতেই আজ সকালে ক্ষণিকের জন্য হলেও তার রুপ পাল্টে ফেলেছে। 

বুধবার সকাল থেকেই প্রকৃতিতে ছিল হালকা বাতাস। ৯ টা থেকে সাড়ে ৯টার মধ্যেই প্রকৃতি তার প্রকৃত পাল্টে ধারণ করে ভিন্ন রূপ। নিমিশেই কালো আঁধারে ঢেকে পড়ে যায় পুরো প্রকৃতি। শুরু হয় কালবৈশাখী ঝড়। তবে তার স্থায়িত্ব ছিল খুবই কম সময়। এরই মাঝে নেমে আসে ঝমঝমানি বৃষ্টি। বোশেখের গরম আবহাওয়া পাল্টে নিমিশেই শীতল হাওয়ায় শান্ত হয় প্রকৃতি। বৃষ্টির জলে ধুয়ে মুছে যায় ধুলো ময়লায় ভরা গাছ গাছালি।

বোশেখের শুরুতেই যেন প্রাণ ফিরে পায় তারা। একই সঙ্গে ফসলি জমির ফসলও যেন চাঙ্গা হয়ে ওঠে নতুন জল পেয়ে। বোশেখের গরমের জালা থেকে স্বস্থি পায় মানবকুলের পাশাপাশি পশুপাখিও মেতে ওঠে নতুন জলের আনন্দে। সবমিলে বোশেখের শুরুতেই যেন অগ্নিস্নানে সূচি হলো এই ধরাশ্রম।

(এমএস/এসপি/এপ্রিল ১৫, ২০২০)