হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাটিয়াজুড়ি-লস্করপুর স্টেশনের মাঝামাঝি স্থানে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রী মো. সেলিম মিয়া (৩২) আহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের গৌরাঙ্গের চক গ্রামে। রবিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  আহত সেলিমকে শায়েস্তাগঞ্জের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সেলিম মিয়ার সহযাত্রী মোমিন মিয়া জানান, তারা শ্রীমঙ্গল থেকে জয়ন্তিকা ট্রেনে করে শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন। ট্রেনটি সাটিয়াজুড়ি রেলস্টেশন ক্রস করে লস্করপুর রেলস্টেশনের কাছাকাছি পৌছলে হঠাৎ রাস্তা থেকে কে বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। এতে জানালার পাশে বসা সেলিমের মাথা ফেটে যায়। শায়েস্তাগঞ্জের স্থানীয় চিকিৎসক নাজির হোসেন জানান, পাথরের আঘাতে ফেটে যাওয়া সেলিমের মাথার ফাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন মাস্টার কাজী শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(পিডিএস/এএস/আগস্ট ১০, ২০১৪)