আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালে বাবুগঞ্জে ১৮৪ বস্তা সরকারী চাল চেয়ারম্যানের নূরে আলমের গোডাউন থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের মামলা দায়ের।

র‌্যাব সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকারী চাল বিতরণ না করে আত্মসাতের জন্য তার তার নিজের বাসভবনের গোডাইনে ভরে রাখেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বুধবার রাত ১২টার সময় বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে চেয়ারম্যান নূরে আলম বেপারীর তিন তলা বিল্ডং এর নিচতলায় একটি রুমের তালা ভেঙ্গে সরকারী বরাদ্ধকৃত ১৮৪ বস্তা চাউল উদ্ধার করে।

পরে ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান নুরে আলম বেপারী, তার দুই ভাই শাহে আলম, সামছুল আলম এবং ডিলার সেন্টু খাঁ পলতক রয়েছে।

এ ঘটনায় ওই চেয়ারম্যাসসহ অন্যান্যদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, উদ্ধার করা ১৮৪ বস্তা চাল থানায় নেয়া হয়েছে। এর আগে বুধবার রাতে র‌্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নুরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান চালিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মসাতকৃত ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।

অন্যদিকে জেলেদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃতন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) রোকনউজ্জামান ও জাকির হোসেনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার জানান, জেলেদের চাল ওজনে কম দেয়ার অভিযোগে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালত দুই ইউপি সদস্যকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২০)