আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে গাভীর দুধ বিক্রিতে বাধাঁ দেয়ায় ফেরিওয়লা ও তার ভারাটিয়াদের হামলায় চার জন আহত। থানায় রিীখত অভিযোগ দায়ের।

উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামে শুক্রবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে ফেরিওয়ালা হারুন মল্লিক ফেরি করে গাভীর দুধ বিক্রি করতে আসলে তাকে বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে দুধ বিক্রিতে নিষেধ করে ওই এলাকার রমেশ চন্দ্র করের স্ত্রী অঞ্জলী কর।

ফেরি করে দুধ বিক্রিতে নিষেধ করায় হারুন মল্লিক বিষয়টি তার বাড়ি গিয়ে জানালে হারুন মল্লিককের দুই ছেলে হাচান মল্লিক (৩২) ও হাবিব মল্লিক (৩০) তাদের লোকজন নিয়ে অঞ্জলী করের বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় অঞ্জলী কর (৫০), তার পুত্রবধু ঝর্না কর (৩০), পুত্র প্রভাত কর (২৭), বড় পুত্র অমিয় কর’কে মারধর করে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অমিয় কর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/এপ্রিল ১৭, ২০২০)