গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ভোক্তা অধিকার আইন অমান্য করায় ২ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, আজ শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর নেতৃত্বে ও ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলীর সহযোগীতায় উপজেলার ফুলছড়ি বাজারে এক অভিযান পরিচালনা করা হয়। এই সময় ভোক্তা অধিকার আইন না মানায় দুই ব্যাবসায়ী কে আটক করা হয়।

পরে তাদেরকে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারা মোতাবেক ফারুক মিয়া (১৯) কে ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও ছইর উদ্দিন (৩১) কে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে। তাৎক্ষনিক ভাবে উভয়েই জরিমানার টাকা প্রদান করলে তাদেরকে মুক্ত করে দেয়া হয়।

(এস/এসপি/এপ্রিল ১৮, ২০২০)