মানিক সরকার মানিক, রংপুর : টিসিবির পণ্য বিধিমোতাবেক বিক্রি ও নিযমমাফিক সাহায্যেও খাদ্য বিতরণের দাবিতে শনিবার রংপুর মহানগরীর শরেয়ারতল ও পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দেউতি এলাকার রংপুর- গাইবান্ধা সড়ক কয়েক ঘন্টা অবরোধ করে  সেখানে বিক্ষোভ করে কর্মহীন ও সহায় সম্বলহীন মানুষ। 

এ সময় ওই সড়কে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ম মাফিক খাদ্য বিতরণের আশ্বাস দিলেঅবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, নগরীর ৩৩ নম্বও ওয়ার্ডেও শতশত মানুষ প্রায় ২৫দিন যাবত কর্মহীন অবস্থায় র য়ছে। কাজ করতে না পারায় তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। এ পর্যন্ত কোন পক্ষ থেকেই তাদেও কোন ধরণের খাদ্য সামগ্রি দেয়া হয়নি। পরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে মাহীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদেও সঙ্গে কথা বলেন এবং অচিরেই তাদেও মাঝে খাবার বিতরণ এবং টিসিবির মালামাল বিক্রির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

(এমএস/এসপি/এপ্রিল ১৮, ২০২০)