চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে বড়াল নদী উদ্ধার ও সংরক্ষণের দাবিতে এক লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শনিবার দুপুরে স্বাক্ষর সংগ্রহের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মো. মকবুল হোসেন। বালুচর খেলার মাঠে ফলদ বৃক্ষ মেলা চত্বরে গণস্বাক্ষর অভিযান উদ্বোধনকালে চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সম্পাদক আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান নুরুল আমিন খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, রোকেয়া আজাদ, কৃষি অফিসার রওশন আলম, কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মুন্নাফ, বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক এ্যাড. গৌর চন্দ্র সরকার, সদস্য সচিব এস এম মিজানুর রহমান, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান জানান, বড়াল নদীর চারটি ক্রস বাঁধ ও সকল স্লুইস গেট অপসারণ, নদী খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে ২০১৩ সালের ১৪ নভেম্বর নদী বিষয়ক টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু তার বাস্তবায়ন এখনও শুরু হয়নি।
এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। এক লাখ মানুষ এই গণস্বাক্ষরে অংশ নিবেন।
(এসএইচবি/এএস/আগস্ট ১০, ২০১৪)