কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার খাড়াতাইয়া এলাকায় আজ রবিবার সকালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পর্শ্বে খাদে পড়ে যায়। এতে গাড়ীতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৩ যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার সকাল পৌনে ৯ টায় কুমিল্লার বি-পাড়া উপজেলার মীরপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী গোমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার পথে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার বাম পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে কয়েকটি গাছ ভেঙ্গে গিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়।

এসময় গাড়ীতে প্রায় ৬০/৭০ জন যাত্রী ছিল। তাছাড়া গাড়ীতে কয়েক মণ দুধের ড্রাম, মাছ ছিল। দুর্ঘটনায় গাড়ীর জানালার কাচ ভেঙ্গে গাড়ীতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। আহত যাত্রীদের মধ্যে ৩ যাত্রীর অবস্থার গুরুতর বলে জানা যায়।

এদিকে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে গাড়ী চালানোর কারণে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া মেয়াদ উর্ত্তীণ গাড়ী, অনভিজ্ঞ চালক, অতিরিক্ত যাত্রী বহন ও আইন না মেনে ওভারটেকিংয়ের কারনে এসব দূর্ঘটনা ঘটছে বলে জানা যায়।

(একেএইচ/এটিআর/আগস্ট ১০, ২০১৪)