বিনোদন ডেস্ক : সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অনেকবারই তার নাম শোনা গেলেও তিনি রাজনীতিতে আসেননি। সেই অমিতাভ প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন!

এমন এক প্রশ্নই ছুঁড়ে দেয়া হলো অমিতাভকে। যার উত্তরে বিগ বি জানান, কোনোদিনই তার এত বড় দায়িত্ব নেয়ার ইচ্ছে ছিলো না।

ইনস্টাগ্রাম লাইভ সেশনে এক অনুরাগী অমিতাভকে সটান প্রশ্ন করে বসেন, 'আপনি কি কোনওদিন প্রধানমন্ত্রী হতে চেয়েছেন?' অমিতাভের জবাব, 'সকাল সকাল কিছু ভাল কথা বলুন।' প্রধানমন্ত্রী হওয়ার ‘চাপ’ যে নিতে নারাজ তিনি সেটাই বুঝিয়ে দিলেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে এলাহবাদ কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি, জয়ীও হয়েছিলেন। কিন্তু এর পর তাকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। তবে তার স্ত্রী জয়া বচ্চন ২০০৪ থেকেই রাজনীতির ময়দানে রীতিমত ব্যাটিং করে যাচ্ছেন তিনি। বর্তমানেও তিনি এমপি হিসেবে সংসদ আলোকিত করে আছেন কংগ্রেসের হয়ে।

(ওএস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)