বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউপি চেয়ারমেন নুর মোহাম্মদ মাষ্টার একই সাথে দুটি ভাতা উত্তোলন করছেন। আমতলী সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, চেয়ারমেন নুর মোহাম্মদ মাষ্টারের নাম প্রতিবন্ধী তালিকায় অর্ন্তভূক্ত রয়েছে। তার বই নং- ২১, অগ্রণী ব্যাংক তালতলী বাজার শাখায় হিসাব নং- ৩৫২১। তিনি নিয়মিত প্রতিবন্ধী হিসাবে ভাতা উত্তোলন করে আসছেন।

সম্প্রতি চেয়ারম্যান নিজে ব্যাংকে উপস্থিত হয়ে জানুয়ারি-জুন/১৪, ৬ মাসের প্রতিবন্ধী ভাতা একত্রে উত্তোলন করেন। অন্যদিকে ইউপি চেয়ারমেন হিসাবে প্রতি মাসে সম্মানী ভাতা উত্তোলন করেন। নুর মোহাম্মদ মাষ্টার একদিকে প্রতিবন্ধী ও অন্যদিকে চেয়ারমেনের সম্মানী ভাতা উত্তোলনের কথা স্বীকার করেন। আমতলী সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন বাছির বলেন, চেয়ারমেন নুর মোহাম্মদ একই সাথে দুটি ভাতা উত্তোলন করার কথা আমার জানা নেই। তবে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অগ্রনী ব্যাংক ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, চেয়ারমেন নিজেই উপস্থিত হয়ে স্বাক্ষর দিয়ে গত জানুয়ারি থেকে জুন ৬ মাসের প্রতিবন্ধী ভাতা উত্তোলন নিয়েছেন।
(এমএইচ/এএস/আগস্ট ১০, ২০১৪)