স্টাফ রিপোর্টার : অবশেষে বেতন ও ওভারটাইমসহ ১ হাজার ৪৯৫ জন শ্রমিককে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা প্রদানে তোবা গ্রুপের এমডি দেলোয়ার জমি বিক্রি করেছেন বলে জানা গেছে বিজিএমইএ সূত্রে।

রবিবার দুপুর ২টা থেকে তোবা শ্রমিকরা জুলাই মাসের বেতনসহ বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা নিতে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন থেকে বেতন নিচ্ছেন।

এদিকে, বেলা ২টায় বেতন দেয়া শুরু হলেও সকাল ৯টা থেকেই বিজিএমইএর সামনে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। তবে ঈদের বোনাস কয়েকদিন পরে পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিজিএমইএ নেতারা।

রোববার মালিক, শ্রমিকদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের এ বেতন দেয়া হচ্ছে। শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে বিজিএমইএ ভবনে বেতন নেয়ার জন্য ভিড় করছেন।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)