পঞ্চগড় প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর সদরের টিকিয়াপাড়া গ্রামের করোনায় আক্রান্ত পলাতক ববিতাকে পাওয়া গেছে। পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নে করুহাট গ্রামে ববিতার পৈত্রিক বাড়ীতে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসন।

করোনার উপসর্গ থাকায় ১৮ এপ্রিল ববিতার নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা ভাইরাস পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি সনাক্ত হলে তার খোঁজ পাচ্ছিল না ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। পরে ঠাকুরগাঁও প্রশাসন থেকে পঞ্চগড় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এবং ববিতার পৈত্রিক বাড়ীর ঠিকানা প্রদান করা হলে পঞ্চগড় প্রশাসন তার খোঁজে ববিতার পৈত্রিক বাড়ীতে গেলে খোঁজ পাওয়া যায়।

এদিকে করোনায় আক্রান্ত ববিতা শারীরিক অসুস্থ থাকায় মঙ্গলবার চিকিৎসার জন্য পঞ্চগড় পৌর সদরে অবস্থিত স্থানীয় একটি ক্লিনিকে ববিতার আল্ট্রাসনোগ্রাফি করেন। ববিতা করোনায় আক্রান্ত হওয়ায় পঞ্চগড় জেলা প্রশাসন তার সংস্পর্শে আসা সকলকে সনাক্ত করে। এরপর ওই নারীর চিকিৎসা গ্রহন ও সংস্পর্শে আসা ক্লিনিক, ওই নারীর পৈত্রিক বাড়ি লকডাউন ও আল্ট্রাসনোগ্রাফী ডাক্তার , সেবা প্রদানকারী নার্স সহ ওই নারীকে বহনকারী অটোচালকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে ওই এলাকা। যাতে সেখান থেকে লোকজন কোথাও যেতে না পারে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। তবে ওই নারী কীভাবে এবং কার মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন সেটি এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

পঞ্চগড় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সমন্বিত প্রচেষ্টায় ববিতাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।

(ডি/এসপি/এপ্রিল ২২, ২০২০)