মদন নেত্রকোনা) প্রতিনিধি : দেশের বর্তমান পরিস্থিতি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় নেত্রকোনার মদন উপজেলায় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার উপজেলার ফেকনির হাওরে ধান কাটতে মাঠে নামেন তারা।

স্থানীয় কৃষক বিল্লাল জানান, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে। আমার দুই একর জমিতে ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্ত করেছে।

মদন উপজেলা শাখার সাবেক সভাপতি রায়ান আহমেদ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন। আমরা ৫০ জন নেতাকর্মী দল বেঁধে ধান কাটার কাজ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ইতি মধ্যে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায়ে রেখে ধান কাটতে পারে এ বিষয়ে পরার্মশ দেয়া হয়েছে। গত বছরের তোলনায় এবার শ্রমিক কম এসেছে। কিন্তু গত বছরের চেয়ে আমরা ধান কাটার মেশিন বেশি দিয়েছি। কৃষি বিভাগের পক্ষ থেকে ৫০% পরিশোধের মাধ্যমে ১৫টি ধান কাটার মেশিন দেয়া হয়েছে। তবে পানির জন্য ভয়ে আছি। আর ১ সপ্তাহ পেলে হাওরের ধান গুলো কৃষকরা সংগ্রহ করতে পারবে। আশা করা যায় এবার ধানের বাম্পার ফলন হবে।

ছাত্রলীগের ধানকাটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আনোয়ার, পিপুল, রাজন, জুয়েল প্রমূখ।

(এএম/এসপি/এপ্রিল ২২, ২০২০)