আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের বানারীপাড়ায় উপজেলায় চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার অন্যতম এক আসাীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে করফাকর এলাকা থেকে চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামী নজরুল ইসলাম রাঢ়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত নজরুল বানারীপাড়া থানার করফাকর গ্রামের অব্দুর রব রাঢ়ীর ছেলে। গ্রেফতারকৃত নজরুল র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে হত্যা কান্ডের সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

বরিশাল র‌্যাব সূত্র জানায়, গত ১১ এপ্রিল বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের মোঃ কাওসার কবিরাজ (৩০) নামে এক ব্যাক্তিকে করফাকর গ্রামের পার্শ্ববর্তী নলশ্রী গ্রামের একটি বাগানে ধরে নিয়ে লাঠি ও ইট দিয়ে এলোপাথারী মারধর করে হাত ভেঙ্গে দেয়।

আহত কাওসারের গোঙ্গানীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলেও হামলাকারীরা কাওসারকে চিকিৎসায় বাধা দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

কাওসারের অবস্থার চরম অবনতি হলে ১৯ এপ্রিল স্বজনেরা প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। শেবাচিম হানসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯এপ্রিল ভোর রাতে কাওসার মারা যায়।

এ ঘটনায় ২০এপ্রিল বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম আসামীনজরুল রাঢ়ীকে র‌্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। হয়। গ্রেফতারকৃতকে রাতেই বানারীপাড়া থানায় হস্থান্তর করেছে র‌্যাব।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২০)