পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার দুুপুরে উপজেলার ইসলামবাগের গুচ্ছগ্রাম ও বালাভীর আদিবাসী আশ্রয়ন প্রকল্পের শতাধিক দরীদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনী সদস্যদের রেশনের টাকার সহযোগিতায় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা উপজেলার প্রান্তিক পর্যায়ের চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করছেন।

এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯)এর প্রতিকুলতায় উপজেলার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ওই দিন দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীদাসী আশ্রয়ন ও আবাসন প্রকল্পের অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল ও আলু সমন্বিত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন সৈয়দপুর ২৯ বীর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: মাহামুদ। এসময় ওয়ারেন্ট অফিসার মো: মকবুল হোসেন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো: মাহামুদ বলেন, চলমান কোভিড-১৯ সংকটে সরকারী-বেসরকারী এবং ব্যক্তিগত উদ্যোগে দেশের মানুষকে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মানুষের এ ক্রান্তি লগ্নে আমরাও সরকার থেকে যে খাদ্য সামগ্রী পাই তার কিছু অংশ অসহায় মানুষকে সহায়তা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আশ্রয়ন ও আবাসন প্রকল্পের শতাধিক হতদরিদ্র পরিবারকে সেনা সদস্যরা খাদ্য সহায়তা প্রদান করেন।

(এসডি/এসপি/এপ্রিল ২৩, ২০২০)